Sports

অবশেষে জয়ের মুখ দেখল কেকেআর

পরপর ৪টি হারের পর অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। যা তাদের টেবিলের একদম তলা থেকে টেনে উপরে তুলে আনল।

Published by
News Desk

চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ জিতেছিল কেকেআর। তারপর শুরু হয় হার। হারতে হারতে আইপিএল টেবিলের একদম তলার টিম হয়ে গিয়েছিল শাহরুখের দল।

অবশেষে সেখান থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল তারা। এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা হারিয়ে দেয় পঞ্জাবকে। ৫ উইকেটে জেতে কেকেআর। কম রানের খেলায় কিন্তু উত্তেজনা বজায় ছিল।

আমেদাবাদের মাঠে টস গুরুত্বপূর্ণ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিশির পড়া মাঠকে ভিজিয়ে দেয়। যা বোলিং টিময়ের জন্য সুখের হয়না। তাই টস জিতে পরে ব্যাটই করতে চায় সব দল। এদিন সেই গুরুত্বপূর্ণ টস জেতেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান।

প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ভাল রান আসেনি পঞ্জাবের। তারপর শুরু হয় উইকেট পতন। এদিন পঞ্জাবের উইকেট পতন কখনও থামেনি।

একদম শেষ ২ ওভারে জর্ডনের দুরন্ত চার ও ছক্কার কাঁধে ভর করে পঞ্জাব ২০ ওভারে করে ১২৩ রান। এদিন শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং ছিল দেখার মত। রান দিয়েছেন প্যাট কামিন্স। বরুণ চক্রবর্তী, নারিন স্পিনারদের কাজটা করে দেন।

ব্যাট করতে নেমে কেকেআর কিন্তু পরপর উইকেট হারাতে থাকে। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। কম রান তাড়া করতে নেমেও কেকেআর ওপেনিং তাল হারায়। তবে এদিন বাঁচিয়ে দিয়েছে মিডল অর্ডার।

৩ উইকেট হারানোর পর অধিনায়ক মর্গান ও রাহুল ত্রিপাঠী জুটি বাঁধেন। যা কার্যত কেকেআরকে খাদের কিনারা থেকে ফের জয়ের মুখে তুলে নিয়ে যায়।

রাহুল ৩২ বলে ৪১ রান করে আউট হন। তবে মর্গান শেষ পর্যন্ত থেকে ৪৭ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন। ২০ বল বাকি থাকতেই ম্যাচ জেতে কেকেআর।

এই জয়ের হাত ধরে লিগ টেবিলের সবচেয়ে তলা থেকে এখন ৫ নম্বরে উঠে এল শাহরুখ খানের দল।

Share
Published by
News Desk

Recent Posts