Sports

ভারতে না বিদেশে হবে আইপিএল, বিসিসিআই ৩-২

আইপিএল ১৩ কোথায় হবে? ভারতে না বিদেশে? এই নিয়ে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর সিদ্ধান্ত গ্রহণকারীরা ভেঙে গেলেন ৩-২-তে।

Published by
News Desk

নয়াদিল্লি : আইপিএল ১৩ আদৌ কবে হবে তা এখনও পরিস্কার নয়। তবে একটা সম্ভাবনার আলো রয়েছে। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া অক্টোবর-নভেম্বরে ওয়ার্ল্ড টি-২০ করার অবস্থায় নেই। তাহলে ওই সময়টা পাওয়া যাচ্ছে। যদিও সিদ্ধান্ত কিছু এখনও হয়নি। তবে বিসিসিআই আলোচনা জারি রেখেছে। আইপিএল নিয়ে সিদ্ধান্ত গ্রহণকারীরা এখন একটি বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত। ভারতেই হবে আইপিএল, নাকি তা বিদেশের মাটিতে করা হবে?

বিসিসিআই-এর এক কর্তা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, আইপিএল ভারতে করা নিয়েই পাল্লা ভারী। কারণ সিদ্ধান্ত গ্রহণকারীদের ৩ জন চাইছেন ভারতে হোক আইপিএল। ২ জন চাইছেন বিদেশে করা হোক। ভারতে হলে একটা সুবিধা রয়েছে যে এখানে করলে খরচ কম হবে। চেনা গাইডলাইন মেনে আইপিএল করা সম্ভব হবে। বিদেশে হলে নতুন নির্দেশিকা অনুযায়ী মানিয়ে নেওয়াটা সময়সাপেক্ষ।

যাঁরা বিদেশে করতে চাইছেন, তাঁদের বক্তব্য এক্ষেত্রে যদি আইপিএল করাটা সর্বাগ্রে গ্রাহ্য করতে হয় তাহলে তা বিদেশের মাটিতে করাই ভাল। তাতে খেলোয়াড়দের সুরক্ষাও বজায় থাকবে বলে মনে করছেন তাঁরা। আবার যাঁরা ভারতেই চাইছেন, তাঁরা পাল্টা যুক্তি দিয়ে বলছেন যদি এটা ভারতেই করা যায় তাহলে তা বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দেবে। বার্তা পৌঁছে দেবে ভারতের মানুষের কাছেও, যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। এখন দেখার জিনিস ২টো। এক, আদৌ এ বছর আইপিএল হয় কিনা! দুই, যদিও বা হয় তা ভারতে হয়, নাকি বিদেশের মাটিতে! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts