Sports

ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার

কলকাতা নাইট রাইডার্স বুধবার খেলতে নামছে চেন্নাইয়ের বিরুদ্ধে। তার আগেই কলকাতার জন্য খারাপ খবর। ছিটকে গেলেন পেস বোলার।

Published by
News Desk

আবুধাবি : কলকাতা নাইট রাইডার্স এবার যে দল সাজিয়েছে তাতে দেশি বিদেশি পেসারে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণ দিয়েই মরুদেশে অন্য দলের ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলতে চাইছে তারা।

সেভাবেই দল ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু সেই পেস আক্রমণেই এবার বড় ধাক্কা খেল শাহরুখ খানের দল। ছিটকে গেলেন দলের অন্যতম পেসার।

কেকেআর এবার স্পিনে যদি বরুণ চক্রবর্তীর মত প্রতিভাকে আস্তিনের তাস হিসাবে ব্যাবহার করে থাকে তবে তাদের পেস আক্রমণেও এমন এক আস্তিনের তাস রেডি করা ছিল। যাঁকে কোনও ব্যাটসম্যানই আগে খেলেননি। তিনি মার্কিন পেসার আলি খান।

আলি খানকে নিয়ে কেকেআর ফ্যানেরাও যথেষ্ট মুখিয়ে ছিলেন। তাঁকে দলে জায়গা দিয়ে কোন দলকে বেকায়দায় কেকেআর ফেলবে সেই অপেক্ষায় ছিলেন তাঁরা। সেইসঙ্গে অপেক্ষা ছিল তাঁকে বল করতে দেখার।

সেই সুযোগ আর এই আইপিএল মরসুমে আসছে না। কারণ চোটের জন্য ছিটকে গেলেন আলি খান। অনুশীলনের সময় চোট পান ২৯ বছরের এই তরুণ মার্কিন প্রতিভা।

দেখা যায় চোট সারাতে যে সময় লাগবে তার মধ্যে আইপিএল শেষ হয়ে যাবে। ফলে এই আইপিএল-এ আর দেখা যাবেনা আলির খেলা।

এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে অবশ্য আলি প্রথম ১১ জনে সুযোগ পাননি। তবে আইপিএল-এর প্রথম মার্কিন ক্রিকেটারের খেলা দেখতে মুখিয়ে ছিলেন সকলে। সে সুযোগ এবারের মত আর হল না।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল-এ দারুণ বোলিং করেছেন আলি খান। সিপিএল-এর দল ত্রিনবাগো নাইট রাইডার্স-এর সদস্য হিসাবে খেলেছেন আলি।

সিপিএল-এ ত্রিনবাগো নাইট রাইডার্স তাদের ১২টি ম্যাচই জিতেছে। আলি তারমধ্যে ৮টি ম্যাচ খেলেছেন। সেই ৮টি ম্যাচে ৮টি উইকেট পান তিনি।

ডানহাতি ফাস্ট বোলার হিসাবে যথেষ্ট সফল হয়েছেন আলি। চোখেও পড়েছেন। যার ফলে তিনি আইপিএল-এ কেকেআর-এ খেলার সুযোগ পান। হ্যারি গার্নির চোটের পরই আলিকে দলে নিয়েছিল কেকেআর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts