Sports

একটু পরেই নামছে কেকেআর, প্রবল চাপে অধিনায়ক কার্তিক

আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচের আগে প্রবল চাপে দীনেশ কার্তিক।

Published by
News Desk

আবুধাবি : আর সামান্য সময়ের অপেক্ষা। কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আবুধাবি-র মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল-এ তাদের প্রথম ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

কেকেআর বললে এখন সব দলের কাছে একটাই আতঙ্ক কাজ করে। বেগুনি জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল। তারপর বোলারদের কী হবে তা কারও জানা নেই। খোদ রাসেলেরও হয়তো জানা নেই।

রাসেল ঝড় যে কী ভয়ংকর হতে পারে তা হাড়েহাড়ে জানে আইপিএল-এর অন্য দলগুলি। তাই রাসেলকে তুলে নিতে পারলে তারা নিশ্চিন্ত। অন্যদিকে দর্শকরা মুখিয়ে থাকেন রাসেল ঝড় দেখার জন্য।

অবলীলায় যেভাবে রাসেল ছক্কা হাঁকান গতবারের আইপিএল-এ তা দেখে খোদ ব্রায়ান লারা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু দলে রাসেল থাকা সত্ত্বেও প্রবল চাপে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

এমন শোনা যাচ্ছে যে দল অধিনায়ক হিসাবে প্রথম খেলায় কার্তিককে দায়িত্ব দিলেও তাঁকে শর্ত দেওয়া হয়েছে যে তাঁকে ভাল ফল করতে হবে। এবারের আইপিএল-এ প্রথম থেকে ভাল ফল করতে না পারলে আইপিএল চলাকালীনই তিনি হারাতে পারেন অধিনায়কত্ব। সেখানে টিম ম্যানেজমেন্ট ইয়ন মর্গানের নাম বিবেচনা করছে।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। তিনিই রয়েছেন কেকেআর-এ। ফলে তাঁকে অধিনায়ক করা হতে পারে।

এই অবস্থায় চাপে পড়েছেন দীনেশ। একেই তিনি তাঁর কেরিয়ারে ধোনির সমসাময়িক হয়ে চিরকাল দ্বিতীয় উইকেট কিপার হয়ে থেকে গেছেন। আবার যখন ধোনি সরে দাঁড়ালেন তখন বিরাট বেশি ভরসা করলেন ঋষভ পন্থকে। ফলে দীনেশ সেই ২ নম্বরেই রয়ে গেলেন।

কেকেআর অধিনায়ক হিসাবে গতবার রাসেল থাকা সত্ত্বেও চরম ব্যর্থ দীনেশ। এই অবস্থায় তাঁকে অধিনায়ক পদে টিকে থাকতে গেলে মুম্বইকে কার্যত হারাতে হবে। রোহিত শর্মার দলকে এত সহজে হারানো যে সম্ভব নয় তা অবশ্য মেনে নিচ্ছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts