Sports

তালিকা তৈরি, আইপিএলের নিলামে উঠবেন ৩৪৬ ক্রিকেটার

Published by
News Desk

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলির তরফে ২০১৯ সালের টিম তৈরির জন্য খেলোয়াড় বাছাই হবে আগামী ১৮ ডিসেম্বর। জয়পুরে হবে নিলাম। সেই নিলামে এবার প্রাথমিক তালিকায় নাম ছিল ১০০৩ জন ক্রিকেটারের। তার থেকে কাটছাঁট করে অবশেষে ৩৪৬ জনে নেমেছে চূড়ান্ত তালিকা। এঁদেরই ১৮ ডিসেম্বর নিলাম হবে।

এবারের তালিকায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে অন্যতম নাম থাকছে ব্র্যান্ডন ম্যাককালাম, মর্নি মর্কেল, লাসিথ মালিঙ্গা ও ডেল স্টেইনের। অন্যদিকে ভারতীয়দের মধ্যে নাম থাকছে যুবরাজ সিংয়ের। তাছাড়া গত নিলামে সবচেয়ে বেশি দাম ওঠা ভারতীয় পেসার জয়দেব উনাদকাটও এবার থাকছেন নিলামে। এছাড়াও থাকছেন অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, ইশান্ত শর্মারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts