Sports

শেষ মুহুর্তে যুবরাজকে কিনল মুম্বই

Published by
News Desk

জয়পুরে আইপিএল নিলামে মঙ্গলবার যুবরাজ সিং প্রায় সারা দিনটাই অবিক্রিত ছিলেন। যা নিয়ে বারবার খবরও হচ্ছিল। কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে ছেড়ে দেওয়ার পর যুবরাজের মত একজন খেলোয়াড়কে ১ কোটিতেও কিনতে রাজি হচ্ছিল না কোনও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই কষ্ট নিয়ে রাতে শুতে যেতে হলনা যুবিকে। নিলামের প্রায় শেষের দিকে পৌঁছে তাঁকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ফলে দল পেলেন যুবি। এখন তিনি তাঁর সেই পুরনো ম্যাজিক দেখাতে পারেন কিনা সেদিকে চেয়ে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্স দলের সমর্থক থেকে কর্মকর্তা সকলেই।

এদিন বিদেশি খেলোয়াড় হিসাবে সবচেয়ে বেশি দর পেলেন শ্যাম কুরান। ইংল্যান্ডের ক্রিকেটার কুরানকে ৭.২ কোটি টাকায় দলে নিল কিংস ইলেভেন। নিউজিল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান কলিন ইনগ্রামকে ৬.৪ কোটি টাকায় কিনল দিল্লি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts