Sports

আইপিএল-এর দিন ঘোষণা, বদলাল খেলার সময়

Published by
News Desk

আইপিএল-এর ১১ তম সংস্করণ শুরু হবে আগামী ৭ এপ্রিল। মুম্বইতে। শেষ হবে ২৯ মে। ফাইনাল ম্যাচও হবে মুম্বইতেই। এদিন একথা জানিয়ে দিল আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেইসঙ্গে এবার খেলার সময়ও বদলাচ্ছে। দেশের অন্যতম ব্যয়বহুল টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আসরে সন্ধের খেলা এতদিন শুরু হত রাত ৮টায়। আর বিকেলের খেলা বিকেল ৪টেয়। এবার সম্প্রচারক সংস্থা এই সময় বদলানোর জন্য আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছিল।

সম্প্রচারক সংস্থার সেই আবেদন মেনে নিল কাউন্সিল। তাদের ইচ্ছামতই সন্ধের খেলাগুলি রাত ৮টার বদলে সন্ধে ৭টায় শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর বিকেলের খেলাগুলি সংস্থার ইচ্ছামত বিকেল ৪টের পরিবর্তে শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। ফলে যেদিন ২টি করে ম্যাচ থাকবে। সেদিন বিকেলের খেলা শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে সন্ধের ম্যাচ। এতদিন একই চ্যানেলে একটা ম্যাচ শেষ হত, তার কিছুক্ষণের মধ্যে পরের ম্যাচ শুরু হত। সম্প্রচারক সংস্থা জানিয়েছে এটা কোনও সমস্যা নয়। কারণ তাদের একাধিক চ্যানেল রয়েছে। ফলে ২টি চ্যানেলে ২টি খেলা দেখাতে তাদের সমস্যা হবে না।

এদিকে ২৭ ও ২৮ জানুয়ারি এবারের আইপিএলের খেলোয়াড় নিলাম। ৫৭৮ জন খেলোয়াড় নিলামে উঠছেন। যারমধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৩৬০ জন।

Share
Published by
News Desk

Recent Posts