Sports

দূরদর্শনে আইপিএল

Published by
News Desk

এবারই প্রথম দূরদর্শনে আইপিএল দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে সব ম্যাচ নয়। আইপিএলের কিছু বাছাই করা ম্যাচ দূরদর্শনে দেখাতে রাজি হয়েছে আইপিএল প্রদর্শনের সত্ত্ব হাতে থাকা স্টার টিভি। তাও যখন খেলা হচ্ছে ঠিক তখনই দেখার সুযোগ মিলবে না। অর্থাৎ লাইভ দেখার সুযোগ পাবেন না দর্শকরা। দূরদর্শনে দর্শকরা ওসব ম্যাচ দেখতে পারবেন ১ ঘণ্টা দেরিতে। প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, ৫০-৫০ রেভিনিউ ভাগাভাগির শর্তে এই ম্যাচ দেখাবে দূরদর্শন।

দেশের স্বার্থে বেশ কিছু খেলা দেখানোর ক্ষেত্রে অন্য সংস্থার সত্ত্ব কেনা থাকলেও দূরদর্শনে দেখানো বাধ্যতামূলক। সে আইন রয়েছে। কিন্তু আইপিএলের ক্ষেত্রে তেমন কোনও আইন প্রযোজ্য নয়। আইপিএলের খেলা দেখানো হচ্ছে কেবল ৫০-৫০ রেভিনিউ ভাগাভাগিকে সামনে রেখেই। তবে দূরদর্শনে আইপিএল দেখানো হতে চলায় দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষও এবার আইপিএলের আনন্দ উপভোগের সুযোগ পাবেন। বিশেষত সেসব জায়গার মানুষ যেখানে এখনও কেবল বা ডিটিএইচের সুবিধা উপলব্ধ নয়।

Share
Published by
News Desk

Recent Posts