Sports

শাপমোচন অধরা, ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে হারল কলকাতা

কলকাতার কাছে প্রথম চারে টিকে থাকার লড়াই। কিন্তু মুম্বইয়ের জন্য হারলেই এবারের মত প্রথম চারে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ। এই অবস্থায় মুম্বইয়ের ওয়াংখেড়েতে যখন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ২ অধিনায়ক দীনেশ কার্তিক ও রোহিত শর্মা টস করতে নামলেন তখন মাঠে সূর্য আগুন ঢালছে।

টস জিতে এদিন প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান কার্তিক। প্রথম ২ ওভারে তেমন এঁটে উঠতে না পারলেও তৃতীয় ওভার থেকে চলতে শুরু করে সূর্যকুমার যাদব ও লিউইসের ব্যাট। মাঠে সূর্য মাথার ওপর আগুন ঢালছে, আর সবুজ গালিচায় আগুন ঢালতে শুরু করেন মুম্বইয়ের সূর্য।

সূর্য ও লিউইসের ২ জনের ওপেনিং পার্টনারশিপ মুম্বইকে ৯১ রান পর্যন্ত টেনে নিয়ে যায়। লিউইস ২৮ বলে ৪৩ রান করে ফেরার পর হাল ধরেন সূর্যকুমার ও রোহিত শর্মা। কিন্তু এদিন কেকেআরের বোলিং আক্রমণের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত (১১)। হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার এরপর বেশ কিছুক্ষণ টানেন। তবে রানের গতি এ সময়ে অনেকটা পড়ে যায়।

সূর্যকুমার ৩৯ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হওয়ার পর জুটি বাঁধেন হার্দিক ও ডুমিনি। এঁরাই খেলা শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। মুম্বই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৮১ রান।

কলকাতাকে জিততে গেলে ১৮২ রান করতে হবে। এই অবস্থায় খেলতে নেমে যেভাবে ক্রিস লিন ও শুভমান গিল শুরু করেছিলেন তাতে সকলে ভেবেছিলেন এই ম্যাচ হেলায় বার করে নেবে কেকেআর। পরপর ৬টা চারের পর কিন্তু ধারনা বদলে যায়। পরপর আউট হন লিন (১৭) ও গিল (৭)। দলগত ২৮ রানেই ২ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় কলকাতা।

হাল ধরেন রবীন উত্থাপ্পা ও নীতীশ রাণা। প্রথম দিকে হাত খুলতে না পারা রবীনের সহজ ক্যাচ হাত ফস্কায় মার্কণ্ডেয়র। আর যে কত বড় ধাক্কা তা তারপর থেকে উত্থাপ্পার ভয়ংকর মারমুখী ব্যাটই প্রমাণ দেয়। ৩৫ বলে ৫৪ রান করে রবীন যখন ফেরেন তখন কিন্তু ম্যাচ কেকেআরের দিকে ঝুঁকে গেছে। কিন্তু তারপরই নীতীশ রাণার উইকেট ফের কলকাতাকে চাপে ফেলে দেয়। জুটি বাঁধেন কার্তিক ও রাসেল। কিন্তু আটকে যায় রান।

রাসেল, কার্তিকের মত ২ মহারথীর হাত থেকে রান আসা বন্ধ হয়ে যায়। ক্রমশ হাতের বাইরে যেতে থাকে খেলা। অবশেষে রাসেলের উইকেট জয়ের সব আশা শেষ করে দেয়।

বল ও রানের ফারাক এতটাই বড় হয়ে যায় যে তা পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত চেষ্টা চালান কার্তিক ও সুনীল নারিন। তবে তা শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। জেতার নয়। কলকাতা হারে ১৩ রানে।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025