Sports

পুনেকে হারিয়ে দশম আইপিএল জিতে নিল মুম্বই

Published by
News Desk

রুদ্ধশ্বাস ম্যাচে পুনেকে হারিয়ে আইপিএল জিতে নিল মুম্বই। কম রান তাড়া করতে নেমে অতিরিক্ত হিসেবি ব্যাটিংয়ের খেসারত দিতে হল পুনেকে। এদিন হায়দরাবাদের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরু থেকেই নিয়মিত উইকেট পড়তে থাকে মুম্বইয়ের। ফলে চাপ ক্রমশ বাড়তে থাকে। তবে ৭ উইকেট হারিয়েও ১০০ রানের ধারে কাছে পৌঁছতে না পারা মুম্বইয়ের হাল ধরেন কুণাল পাণ্ডিয়া ও জনসন। এদের দুরন্ত ব্যাটিংয়ের কাঁধে ভর করে ১২৯ রানে পৌঁছয় মুম্বই। তাও সেটা অত্যন্ত কম স্কোর। যা পুনের ব্যাটিং লাইনআপ সহজেই তুলে দেবে বলে মনে করছিলেন বিশেষজ্ঞেরা। কিন্তু মাঠে নেমে বোলার সহায়ক পিচে একটু যেন বেশিই হিসেব কষে খেলতে যান পুনের ব্যাটসম্যানেরা। ফলত একসময়ে তাঁদের ওপর চাপ বাড়াতে থাকে। অন্যদিকে মুম্বইয়ের বোলিংও দুরন্ত হতে থাকে। সেখানেও আবার স্মিথের ব্যাটিং পুনেকে শেষ ৫ বলে ৭ রান করতে হবে এই অবস্থায় এনে ফেলে। যেখান থেকে ম্যাচ বার করা কোনও শক্ত কাজ ছিলনা। কিন্তু সেখানেও বোধহয় কিছুটা ভুল করে ফেলেন পুনের ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান স্মিথ ও মনোজ। পরপর ২ বলে ২ জনে আউট হওয়ার পর খেলা ফের মুম্বইয়ের দিকে ঘুরে যায়। এরপর আর জয় পেতে অসুবিধা হয়নি মুম্বইয়ের।

 

Share
Published by
News Desk

Recent Posts