Categories: Sports

মুম্বই থেকে ম্যাচ সরা নিয়ে ধোঁয়াশা

Published by
News Desk

শুক্রবার আইপিএলের নবম সংস্করণের চোখধাঁধানো উদ্বোধনের পর শনিবার প্রথম খেলায় মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ও ধোনির দল পুনে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে টানটান উত্তেজনায় ফুটছে মুম্বই। এদিকে মহারাষ্ট্র জুড়ে জলকষ্টের মধ্যে মাঠে জল দেওয়া নিয়ে বিতর্ক আইপিএলের পিছু ছাড়ছে না। প্রথম ম্যাচ ওয়াংখেড়েতে হলেও বাকি ম্যাচগুলি আদৌ এখানে হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ মাঠ ও পিচ ঠিক রাখতে প্রতিদিন যে বিপুল পরিমাণ জল লাগে তা এখন মুম্বইবাসীর জন্য অমূল্য। এদিকে খেলা করাতে গেলে প্রয়োজনীয় জল মাঠে দিতেই হবে। তাই আদৌ ওয়াংখেড়েতে আর খেলা হবে, নাকি অন্য মাঠে খেলা সরিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts