Categories: Sports

ব্রেথওয়েট ঝড় নিয়ে চিন্তায় শাহরুখের ছেলেরা

Published by
News Desk

নবম আইপিএলের দৌড়ে রবিবার ইডেনের সবুজ গালিচা থেকে পথচলা শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম খেলায় হোম ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। জয় দিয়ে প্রতিযোগিতা শুরুর জন্য কোমড় বেঁধে তৈরি দু’দলই। তবে ইডেনের বিশাল দর্শকের সমর্থন অবশ্যই কিছুটা হলেও এগিয়ে রাখবে গৌতম গম্ভীরের দলকে। তবে কিছুদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিততে কালোর্স ব্রেথওয়েটের চার বলে চারটে ছয়ের বিধ্বংসী ইনিংস এখনও টাটকা ইডেনের দর্শকদের কাছে। সেই ব্রেথওয়েট এবার দিল্লির অন্যতম হাতিয়ার। ফলে ব্রেথওয়েট ঝড় নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে শাহরুখের ছেলেরা।

Share
Published by
News Desk

Recent Posts