Categories: Sports

মুম্বইকে হারিয়ে প্রথম ম্যাচেই জাত চেনাল পুনে

Published by
News Desk

অঘটন দিয়েই শুরু হল আইপিএলের নবম সংস্করণ। প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে সহজ জয় দিয়ে পথচলা শুরু করল শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল পুনে। ৯ উইকেটে সহজ জয় এদিন ধোনির দলকে প্রতিযোগিতার শুরুতেই আত্মবিশ্বাসের তুঙ্গে তুলে দিল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা। বড় রানের ইনিংসের পিছনে ছুটতে গিয়ে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। উইকেট আগলে খেলার শেষ পর্যায়ে কিছু বড় শট মেরে জয়ের জন্য পুনেকে ১২২ রানের টার্গেট দেয় রোহিতের দল। ব্যাট করতে নেমে সহজেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ ছুঁয়ে ফেলে ধোনির ছেলেরা।

Share
Published by
News Desk

Recent Posts