Categories: Sports

ফাইনালে বিরাট বাহিনী

Published by
News Desk

টানটান উত্তেজনার ম্যাচে গুজরাটকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল বিরাট কোহলির বেঙ্গালুরু। তবে যাঁর কাঁধে ভর করে এদিন বেঙ্গালুরু শৃঙ্গের ফাইনাল ক্যাম্প পর্যন্ত পৌঁছল তাঁর নাম এবি ডেভিলিয়ার্স। কার্যত একাই দলকে এদিন ৭ বছর পর আইপিএল ফাইনালে পৌঁছে দিলেন তিনি। এদিন টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যাপ্টেন কোহলি। ১৫৮ রানের মামুলি স্কোরে ২০ ওভারের ব্যাটিং শেষ করেন রায়নারা। জয়ের জন্য ১৫৯ রানেট টার্গেট বিরাটদের জন্য তেমন কিছু ছিল না। তাই জবাবে ব্যাট করতে নেমে বোধহয় কিছুটা তাড়াহুড়ো করে ফেলেন কোহলিরা। ফলে পরপর উইকেট হারিয়ে সহজ ম্যাচ ক্রমশ কঠিন করতে থাকেন তাঁরা। মাত্র ৬৮ রানে ৬ উইকেট হারানোর পর খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় গুজরাট। জিতটা তখন কার্যতই সময়ের অপেক্ষা। গাঁট শুধু একটাই। ডেভিলিয়ার্স। এই অবস্থায় তাঁর পক্ষে আর কতটা টানা সম্ভব। কিন্তু পিকচার যে তখনও বাকি ছিল তা দেখিয়ে দিলেন ডেভিলিয়ার্স। অন্যদিকে আবদুল্লাকে ঠেকনা করে ডেভিলিয়ার্সের ব্যাট থেকে শুরু হল চার, ছয়ের বন্যা। আর সেই রানের প্লাবনে জেতা ম্যাচ ক্রমশ হাতছাড়া হতে থাকল রায়নাদের। পাল্লা ভারী হতে থাকল বেঙ্গালুরুর। ডাগআউটে বসে এক একটা চার বা ছয়ের পর বিরাটের উচ্ছ্বাস দর্শকদের উচ্ছ্বাসকেও ম্লান করে দিচ্ছিল। এরপর আর উইকেট হারায়নি বেঙ্গালুরু। ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান পকেটে পুরে হিরোর মর্যাদায় ঘরে ফেরেন ডেভিলিয়ার্স।

Share
Published by
News Desk

Recent Posts