Categories: Sports

ফার্স্টকে হারাল লাস্ট বয়

Published by
News Desk

সিংহের গুহায় ঢুকে গুজরাটের অশ্বমেধের ঘোড়ায় লাগাম পড়াল হারের অভ্যাস করে ফেলা কিংস ইলেভেন পঞ্জাব। এদিন প্রথমে ব্যাট করে মামুলি রানই চ্যালেঞ্জ হিসাবে দিয়েছিল প্রীতির ছেলেরা। কিন্তু সেটা তাড়া করাতেই যে ঘরের মাঠে তাদের নাকানি চোবানি খেতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি জিতের অভ্যাস করে ফেলা গুজরাট। লিগ তালিকার শীর্ষে থাকা রায়নাদের দুরন্ত ব্যাটিং লাইনআপও এদিন পঞ্জাবের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে। শুরু থেকেই পর পর উইকেট হারিয়ে চাপে পড়েছে গুজরাট। যা দিনের শেষে রাজকোটে ঘরের মাঠে তাদের হারই উপহার দিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts