Categories: Sports

জঘন্য বোলিং, লজ্জার হার কলকাতার

Published by
News Desk

ঘরের মাঠেও হারিয়ে গিয়েছিল। এবার নিজেদের মাঠেও কলকাতাকে সহজেই হারিয়ে দিল মুম্বই। প্রথমে বল করতে এসে কলকাতার ভাল ব্যাটিং আর মুম্বইয়ের জঘন্য ফিল্ডিং রোহিতের দলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেয়। গম্ভীরের চওড়া ব্যাটে ভর করে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কলকাতা।

দেখলে রানটা মন্দ নয়। পরে ব্যাট করতে নেমে এই রান তাড়া করে জেতা নেহাত সহজ কাজ নয়। কিন্তু রোহিতরা মাঠে নামার পর থেকেই কলকাতার ফ্যানেরা প্রমাদ গুণতে শুরু করেন। কারণটা কলকাতার সাদামাটা বোলিং। রান আটকানোর মত বোলিং এদিন সুনীল নারিন ছাড়া আর কোনও হাত থেকেই বার হয়নি। বরং চাপের মুখে জঘন্যতম বোলিংয়ে পাল্লা দিয়েছে কলকাতার বোলাররা। ফল যা হওয়ার তাই হয়েছে। মাত্র চার উইকেট হারিয়েই ম্যাচ পকেটে পুরে নেয় আইপিএলের তালিকার নিচের দিকে থাকা দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে কী এবার মুম্বই দিয়েই অবনমন শুরু করল কলকাতা? নাকি পরের ম্যাচেই স্বমহিমায় ফিরতে পারবেন গম্ভীর, সূর্যকুমাররা? শনিবারই তা পরিস্কার হয়ে যাবে। বিকেলের রোদে ফিরোজ শা কোটলায় কলকাতার প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস।

Share
Published by
News Desk

Recent Posts