National

লোকসভায় বিরোধী নেতা-র দাবি জানাচ্ছে না কংগ্রেস

Published by
News Desk

লোকসভায় বিরোধীদল নেতা বা লিডার অফ অপোজিশন এমন একটি পদ যার মর্যাদা একজন পূর্ণমন্ত্রীর সমান। কিন্তু এই পদ নিশ্চিত করতে গেলে বিরোধী দলের জন্য কিছু শর্ত আছে। এই পদের জন্য এমনই একটি বিরোধী দল দাবি জানাতে পারে যে দলের হাতে মোট লোকসভা আসনের ১০ শতাংশ আসন রয়েছে। অর্থাৎ লোকসভার মোট ৫৪৫টি আসনের মধ্যে ৫৪টি আসন রয়েছে। তবেই মেলে বিরোধীদল নেতার পদ।

এবার লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা ৫২। বিরোধীদল নেতা পাওয়ার দাবি তাই তাদের থাকছে না। ২টি আসন কম রয়েছে তাদের। ফলে কংগ্রেসের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে যে তারা লোকসভায় বিরোধীদল নেতার দাবি জানাবে না। গতবারও লোকসভায় কংগ্রেস এই দাবি জানাতে পারেনি। কারণ সংসদের নিম্নকক্ষে তাদের মোট আসন ছিল ৪৪টি। ফলে শর্তপূরণ হচ্ছিল না।

লোকসভায় বিরোধী নেতা না পাক, দলের তরফে একজনকে তো লোকসভায় নেতা করে পাঠানো হবে। তিনি কে? এই প্রশ্ন এখন বাইরে যেমন ঘুরছে তেমনই ঘুরপাক খাচ্ছে খোদ কংগ্রেসের অন্দরমহলে। শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠকে নেতৃত্ব দেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। তাঁর হাতেই সকলে লোকসভায় কংগ্রেসের নেতা বেছে নেওয়ার দায়িত্ব সঁপেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts