National

চিনির স্বাদ তেতো করে রাহুল গান্ধী কোন আসনে লড়বেন জানাল কংগ্রেস

২০২৪ লোকসভা নির্বাচনে কোনও দলই তাদের প্রার্থী তালিকা নিয়ে এখনও সেভাবে হয়তো ভাবনাচিন্তা শুরু করেনি। তবে রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়াবেন জানিয়ে দিল কংগ্রেস।

Published by
News Desk

রাহুল গান্ধী ২০২৪ সালে কোন আসন থেকে ভোটে লড়বেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কারণ কংগ্রেস আরও যেখানেই হারুক না কেন, আমেঠি থেকে জিতবেই এমন একটা বিশ্বাস যখন দেশবাসীর মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল, সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকে স্মৃতি ইরানি জয়লাভ করেন।

রাহুল গান্ধীকে হারিয়ে দেন স্মৃতি। একে রাহুল গান্ধী কংগ্রেসের অন্যতম মুখ, তায় আবার গান্ধী পরিবারের ছেলে। সেখানে তিনি আমেঠি থেকে হেরে গেছেন এটা একটা চমকে দেওয়া খবর হয়।

তারপর ৪ বছর কেটে গেছে। ফের লোকসভা নির্বাচন এসে পড়ল বলে। ইতিমধ্যেই প্রশ্ন উঠছিল রাহুল গান্ধী এবার কি আমেঠি থেকে দাঁড়ানোর সাহস করবেন? উত্তর দিয়ে দিল কংগ্রেস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে লড়াই করা কংগ্রেস নেতা অজয় রাই জানিয়ে দিলেন রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমেঠি থেকেই লড়াই করবেন।

২০১৯-এর হারের পর আমেঠি পুনরুদ্ধার যে কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে তা পরিস্কার এই সিদ্ধান্ত থেকে। অনেক আগেই কংগ্রেস বিরোধী পক্ষকে জানিয়ে দিল তাদের প্রার্থী কে হবেন।

এমনকি স্মৃতি ইরানি ২০১৯ সালে ভোটের আগে আমেঠিবাসীকে যে ১৩ টাকা কেজি দরে চিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাও খোঁচা দিয়ে মনে করিয়ে দিয়েছে কংগ্রেস। চিনির স্বাদ কার্যত তারা বিজেপির জন্য তেতো করার চেষ্টা করছে।

এবার বিরোধীরা স্থির করুক তারা কি করবে। এটাই যেন বলতে চাইল কংগ্রেস। এখন দেখার বিজেপি আমেঠি নিয়ে কি রণকৌশল স্থির করে। তারা স্মৃতি ইরানিকেই সেখানে প্রার্থী করবে, নাকি অন্য কোনও মুখকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড় করাবে, সেদিকে চেয়ে রাজনৈতিক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk