National

করোনা ছড়ানোর জন্য নমস্তে ট্রাম্প অনুষ্ঠানকে দায়ী করল কংগ্রেস

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে আসেন। সে সময়ে আমেদাবাদে নমস্তে ট্রাম্প নামে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের দিকে আঙুল তুলল কংগ্রেস।

Published by
News Desk

দেশের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার নিরিখে গুজরাট উপরের দিকে রয়েছে। গুজরাটের মধ্যে আমেদাবাদে আবার করোনায় মৃতের হার সবচেয়ে বেশি। এই সবকিছুর জন্য ২ দিন আগেই ফেব্রুয়ারিতে আমেদাবাদে অনুষ্ঠিত নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের দিকে আঙুল তুলছিলেন গুজরাট প্রদেশ কংগ্রেস প্রধান অমিত ছাবড়া। এবার তাঁর বক্তব্যের রেশ ধরে কংগ্রেস নেতৃত্ব নমস্তে ট্রাম্প অনুষ্ঠানকে দেশে করোনা ছড়ানোর জন্য দায়ী করল।

গত ২৪ ফেব্রুয়ারি, ২০২০-তে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারত সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল নমস্তে ট্রাম্প। স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত হন ডোনাল্ড ট্রাম্পও। সেই অনুষ্ঠানে হওয়া সমাবেশ থেকেই গুজরাটে করোনা ছড়ায় বলে দাবি করেছে কংগ্রেস।

কংগ্রেস আরও দাবি করেছে শুধু গুজরাট বলেই নয়, গোটা দেশজুড়ে করোনা ছড়িয়ে পড়ার জন্য নমস্তে ট্রাম্প অনুষ্ঠান দায়ী। কংগ্রেস প্রশ্ন তুলেছে, এটা কী কাকতালীয় ঘটনা যে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান যে শহরে হয় সেই আমেদাবাদ এখন দেশে ভয়ংকরভাবে করোনা প্রভাবিত শহরগুলির একটি? কংগ্রেস এদিন সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলে দাবি করেছে গুজরাট মডেল আসলে একটা বড় মিথ্যা। এতে শুধু গুজরাট নয়, গোটা দেশের ক্ষতি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts