National

গলায় পেঁয়াজের মালা, স্নাতকের পোশাকে পকোড়া ভাজা, অভিনব প্রতিবাদ

Published by
News Desk

স্নাতক হওয়ার পর অর্থাৎ ডিগ্রি প্রাপক হওয়ার পর তা সমাবর্তনের মধ্যে দিয়ে প্রাপকদের হাতে তুলে দেওয়ার রীতি বহুকালের। সমাবর্তনের দিনের জন্য একটি বিশেষ পোশাকবিধিও আছে। অনেক পরিবারের পূর্ব প্রজন্মের কারও কারও স্নাতক হওয়ার পোশাকে হাতে পাকানো সার্টিফিকেট নিয়ে ছবিও ঝোলানো থাকে। তেমনই পোশাকে শনিবার অনেকের দেখা মিলল দিল্লির রামলীলা ময়দানে। যা সারা বছর বিক্ষোভ, সমাবেশ, ধর্নায় সরগরম থাকে। সেখানেই এদিন স্নাতকের পোশাকে হাতে খুন্তি নিয়ে পকোড়া ভাজলেন কংগ্রেস নেতা থেকে কর্মী অনেকেই।

প্রধানমন্ত্রী দেশের বেকারদের স্বরোজগারের পথ দেখাতে গিয়ে প্রয়োজনে পকোড়া ভাজার পরামর্শ দিয়েছিলেন। সেই মন্তব্যকে হাতিয়ার করে এদিন কংগ্রেসের তরফে এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়। দেশ জুড়ে বাড়তে থাকা বেকারত্বের দাবি করে কংগ্রেসের এদিনের প্রতিবাদ সারা দেশের নজর কেড়েছে। পকোড়া ভাজার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান শোনা গেছে এদিন।

দেশ জুড়ে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। এমন আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম ও বাড়তে থাকা সবজির দামকে সামনে রেখেও এদিন প্রতিবাদে সামিল হন কংগ্রেস নেতা কর্মীরা। গলায় পেঁয়াজের মালা পরে বিক্ষোভ দেখান তাঁরা। এছাড়া মাথায় কাগজের টুপি পড়ে তার ওপর গ্যাস সিলিন্ডার এঁকেও প্রতিবাদ করেন তাঁরা। সেখানে লেখা ছিল গ্যাসের দাম এখন ৮৮৫ টাকা। সব মিলিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ কিন্তু সারা দেশের রীতিমত নজর কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk