State

আইআইটিতে নির্মীয়মাণ ভবনের লিফট ছিঁড়ে মৃত ৩ শ্রমিক

Published by
News Desk

খড়গপুর আইআইটিতে নতুন ভবন নির্মাণের কাজ চলছে জোরকদমে। আটতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের প্রয়োজনে এখানে একটি অস্থায়ী লিফট তৈরি করা হয়েছিল। যা দিয়ে শ্রমিকরা ওঠানামা করতেন। জিনিসপত্র নামানো ওঠানো হত।

পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল ১১টা নাগাদ ওই অস্থায়ী লিফটে করে ৩ জন শ্রমিক আটতলায় উঠছিলেন। কিন্তু লিফট প্রায় আটতলার কাছে পৌঁছে আচমকা ছিঁড়ে যায়। আটতলা থেকে ৩ শ্রমিকসহ লিফট আছড়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পরই শ্রমিকরা মৃতদের ঘিরে বিক্ষোভ শুরু করেন। উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ও ৩ মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চলতে থাকে। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk