State

আইআইটি খড়গপুরে এবার পড়ানো হবে বাস্তু শাস্ত্র

Published by
News Desk

প্রাচীন ভারতীয় স্থাপত্য বিদ্যা। যা বহুকাল ধরে ভারতীয় স্থাপত্যকে এক মৌলিক স্থাপত্য হিসাবে পৃথিবীর সামনে পেশ করেছে তা প্রাচীন ভারতের তৈরি স্থাপত্য বিজ্ঞান। আর সেই স্থাপত্য বিজ্ঞানই বাস্তু শাস্ত্র নামে পরিচিত। আইআইটি খড়গপুরে যেসব ছাত্রছাত্রী স্থাপত্য বিদ্যা নিয়ে পড়াশোনা করেন তাঁদের কোর্সে এবার যুক্ত হতে চলেছে প্রাচীন ভারতের এই স্থাপত্য শৈলী। স্নাতক স্তরে বেসিক ডিজাইন ও স্থাপত্যের ইতিহাস কোর্সের অন্তর্ভুক্ত হতে চলেছে বাস্তু শাস্ত্র। এখানে বুনিয়াদি স্তরে বাস্তু শাস্ত্র পড়ানো হলেও স্নাতকোত্তর বিভাগে বাস্তু শাস্ত্র পড়ানো হবে বিস্তারিতভাবেই। ‌যাঁরা আধুনিক ও পশ্চিমী স্থাপত্য নিয়ে পড়াশোনা করছেন তাঁদের জন্য ভারতের সুপ্রাচীন এই স্থাপত্য বিদ্যাও শেখা আবশ্যিক বলে মনে করছে আইআইটি-র স্থাপত্য বিভাগ। আগামী অগাস্ট থেকেই এই নতুন বিষয়ে পড়াশোনা শুরু হয়ে যেতে পারে।

 

Share
Published by
News Desk