SciTech

আকাশে ভেসে কৃষিকাজকে নতুন পথ দেখাল আইআইটির আবিষ্কার

কৃষিকাজ মাটিতে হয়। কৃষকরা লাঙল চষে, বীজ বপন করে ফসল তৈরি করেন। এবার এই কৃষিকাজ আকাশে ভেসেও হবে। আইআইটি মাদ্রাজ এই আবিষ্কারের পিছনে রয়েছে।

Published by
News Desk

ভারত এখনও কৃষি প্রধান দেশ। কৃষিকাজে এখন অনেক উন্নতি হয়েছে। পুরনো নানা পদ্ধতি বিদায় নিয়ে এখন সেখানে উন্নত পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে। যন্ত্রের ব্যবহার বেড়েছে। ফলে ফলনও অনেক বেশি হচ্ছে।

এবার সেই কৃষিকাজে গতি আনতে ভারতের ৩টি রাজ্যে এই উদ্যোগ শুরু হয়েছে। আইআইটি মাদ্রাজ তৈরি করেছে বিহা নামে একটি ড্রোন। যা অনেক দ্রুত আকাশে ভেসে কৃষিজমিতে জীবাণুনাশক থেকে সার, সবই ছড়িয়ে দেবে নিয়ম মেনে।

এছাড়াও কাজ করবে এই ড্রোন। একজন কৃষকের ওই সব কাজে যে সময় লাগবে, তার চেয়ে ৭ ভাগ কম সময়ে কাজগুলো একদম নিখুঁত করে করে দেবে এই ড্রোন। তাতে উৎপাদনে গতি আসবে। কম সময়ে কৃষিকাজ এগোবে। যা দ্রুত ভাল ফলন উপহার দেবে।

আপাতত তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে এই বিহা নামে ড্রোনটি কাজ করছে। যদিও তা এখনও ভারতীয় কৃষিক্ষেত্রের অংশ হয়ে উঠতে পারেনি। তবে অচিরেই তা ঘটতে পারে। কারণ ড্রোনটি যাদের হাতে তৈরি তারা এটিকে দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে উদ্যোগী।

এটি দেশের কৃষকদের হাতে পৌঁছলে তাঁরা অনেক সহজে কম খেটে অধিক উৎপাদন কম সময়ে পেতে পারেন। ডিজিসিএ এই বিহা ড্রোনকে মান্যতাও দিয়েছে। ফলে তা ভারতের আকাশে উড়তেও বাধা রইল না।

ড্রোনটি দেশের কৃষিক্ষেত্রকে আধুনিক করে তুলবে, কৃষিক্ষেত্রে আরও বেশি করে প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিত করবে। যা আধুনিক সময়ে কৃষি উৎপাদনের জন্য জরুরিও বটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts