
একধাক্কায় ১ লক্ষ ১০ হাজার টাকা ফি বাড়াল আইআইটি। এতদিন আইআইটিতে স্নাতকস্তরে পড়ার জন্য ৯০ হাজার টাকা ফি বাবদ গুনতে হত ছাত্রছাত্রীদের। আগামী শিক্ষাবর্ষ থেকে সেই টাকার অঙ্ক বেড়ে হল ২ লক্ষ। আইআইটি কর্তৃপক্ষের তরফ থেকে ফি বৃদ্ধির দাবি জানিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে দরবার করা হয়েছিল। সেই আর্জি বিবেচনা করার পর এদিন ফি বৃদ্ধির কথা ঘোষণা করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে এসসি, এসটি, শারীরিকভাবে অক্ষমদের এই ফি দিতে হবে না। যেসব ছাত্রের পারিবারিক রোজগার বার্ষিক ১ লক্ষ টাকার কম তাঁদেরও কোনও ফি দিতে হবে না বলে মন্ত্রকের তরফে জানান হয়েছে।