National

আগুন পোহাতে গিয়ে ফেটে গেল বিস্ফোরক, হত ১ পুলিশকর্মী ও ৩ জওয়ান

Published by
News Desk

ফের আতঙ্কবাদীদের নিশানায় জম্মু কাশ্মীরের পুলিশ ও জওয়ানরা। তবে এবারে সরাসরি হামলা নয়। কৌশলে পাতা বিস্ফোরকের ফাঁদে পড়ে প্রাণ হারালেন ১ পুলিশ অফিসার ও ৩ জওয়ান। সূত্রের খবর, শনিবার সকালে জম্মু কাশ্মীরের বারামুলা জেলার সোপরে একটি শপিং কমপ্লেক্সে যান ৪ জন। শপিং কমপ্লেক্সটিতে তাঁরা টহল দিতে গিয়েছিলেন। সূত্রের খবর, প্রচণ্ড ঠান্ডার কারণে তাঁরা শপিং কমপ্লেক্সের সামনের একটি দোকানে আগুন পোহাতে বসেন। আগুন জ্বালানোর পরেই দোকানের কাছাকাছি রাখা বিস্ফোরকটি বিকট শব্দে ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। কাছাকাছি থাকা আরও ২ ব্যক্তি জখম হন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ৪-৫টি দোকানের শাটার ভেঙ্গে যায়। জ্বলে যায় বেশ কয়েকটি দোকানও। পুলিশ ও সেনাকে নিশানা করেই বিস্ফোরক দিয়ে হামলার ছক কষা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। বিস্ফোরণের পর পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

Share
Published by
News Desk