National

সহকর্মীর মৃত্যুর বদলা নিল সেনা

Published by
News Desk

গত বুধবার ছিল বাঙালি বিএসএফ জওয়ান রাধাপদ হাজরার ৫২ তম জন্মদিন। সেদিনই বিকেলে সাম্বা সেক্টরে পাক রেঞ্জার্সের ছোঁড়া গুলিতে কর্মরত হেড কনস্টেবলের জন্মদিন পরিণত হয় মৃত্যুদিনে। সহযোদ্ধার সেই মৃত্যুর বদলা নিতে ২৪ ঘণ্টাও সময় নিল না ভারতীয় সেনা। বুধবার রাতেই বিএসএফ কড়া জবাব দিল সংঘর্ষ বিরতি লঙ্ঘনকারী পাক সেনাদের। ভারতীয় সেনার ম্যারাথন গুলিবর্ষণের মুখে পড়ে বুধবার ছত্রখান হয়ে যায় পাক সৈন্যশিবির। বিএসএফের ভারি গোলাবর্ষণে কমপক্ষে ১০-১২ জন পাক রেঞ্জার্স খতম হয়েছে বলে খবর। পাশাপাশি ভারতীয় সেনারা ৩টি পাক সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে খবর।

সেনাবাহিনীর দাবি, বুধবার রাতে সাম্বা সেক্টর থেকে পুনরায় হামলা চালানোর চেষ্টা করে পাক মর্টার বাহিনী। পাল্টা প্রতিঘাত করেন ভারতীয় জওয়ানরা। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকলেও বুধবার বিপক্ষকে মাথা তোলার কোনও সুযোগই দেয়নি বিএসএফ। অন্যদিকে প্রবল ঠান্ডা আর কুয়াশার সুযোগ নিয়ে এদিন ভোরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তবে ভারতীয় সেনা সেই চেষ্টা বিফল করে দিয়েছে। সেনার গুলিতে অনুপ্রবেশকারীদের মৃত্যু হয়েছে।

Share
Published by
News Desk