National

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দিল্লি বিস্ফোরণের মূল চক্রী

Published by
News Desk

বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর। সেই সুযোগে কাশ্মীরের একাধিক গ্রামে একের পর এক মাথা চাড়া দিয়ে উঠছে জঙ্গিরা। কাশ্মীরের হান্দওয়ারা ও সোপিয়ানের পরে এবার পুলওয়ামা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সোমবার নিকেশ হল পুলওয়ামার সাম্বুয়া গ্রামে আত্মগোপন করে থাকা ২ জঙ্গি।

সেনা সূত্রের খবর, নিহত জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদ-এর অন্যতম পাণ্ডা নূর মহম্মদ। সে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত। সেনা সূত্রের খবর, বড়দিনের দিন গভীর রাতে সাম্বুয়া গ্রামে যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা প্রথমে গুলি ছুঁড়তে থাকে।

কয়েক ঘণ্টার গুলি বিনিময়ের পর দুই জঙ্গি খতম হয়েছে বলে নিশ্চিত হয় যৌথবাহিনী। তবে আরও এক জঙ্গির ঐ এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরেও অব্যাহত ছিল অপারেশন।

Share
Published by
News Desk