National

কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

Published by
News Desk

উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এলাকার নিসু গ্রাম। প্রত্যন্ত এই গ্রামেই বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় সেনা ও সুরক্ষা বাহিনী। কাশ্মীর পুলিশ জানিয়েছে, রবিবার মধ্যরাতেই সন্তর্পণে গোটা গ্রাম ঘিরে ফেলেন জওয়ানরা। তারপর লুকিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু তল্লাশি অভিযান টের পেয়ে যায় লুকিয়ে থাকা জঙ্গিরা।

জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে তারা। পাল্টা গুলি চালায় সেনা। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের গুলিযুদ্ধের পর অবশেষে ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সেনা। তাদের দেহের পাশ থেকে প্রচুর আধুনিক অস্ত্র উদ্ধার করেছে সেনা ও সুরক্ষা বাহিনী। তবে এই ৩ জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য তা এখনও পরিস্কার হয়নি।

Share
Published by
News Desk