National

সুখোই থেকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সফল পরীক্ষা ভারতের

Published by
News Desk

ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারের অন্যতম রত্ন। সেই ক্ষেপণাস্ত্রকে সুখোই যুদ্ধবিমান থেকে ছুঁড়ে লক্ষ্যে আঘাত করার প্রথম প্রচেষ্টাতেই সাফল্য মিলল। বুধবার বঙ্গোপসাগরে সমুদ্রের ওপর একটি বিশেষ টার্গেটে সফলভাবে আঘাত হানে সুখোই থেকে ছোঁড়া ব্রাহ্মোস। এদিনের সাফল্যকে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা বড় মাইলস্টোন হিসাবেই দেখছেন সকলে।

সাফল্যের খবর আসার পরই ট্যুইট করে ডিআরডিও এবং টিম ব্রাহ্মোসকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। ট্যুইটে তিনি জানান, সুখোই থেকে ব্রাহ্মোস ছুঁড়ে ভারত এদিন বিশ্বরেকর্ড রচনা করল।

Share