
সেনা বা পুলিশের তরফে কোনও জঙ্গির পরিচয় এখনও সামনে আনা হয়নি। কিন্তু জম্মু কাশ্মীরের স্থানীয় ওয়েবসাইটগুলির দাবি, এদিন সেনা জঙ্গি সংঘর্ষে যে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো তালহা রসিদ। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার আগলার গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে।
গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই গ্রামটি ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ সুরক্ষা বাহিনী। ঘিরে ফেলার পরই সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সুরক্ষা বাহিনী। সোমবার সন্ধে থেকে শুরু হওয়া এই গুলি যুদ্ধ রাত পর্যন্ত স্থায়ী হয়। গুলিতে ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সেনা। পাল্টা সেনার তরফে দাবি করা হয়েছে, শ্যামসুন্দর নামে এক জওয়ান এই গুলির লড়াতে শহিদ হয়েছেন। আহত হয়েছেন এক সাধারণ গ্রামবাসীও। গুলিবিদ্ধ ওই গ্রামবাসীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।