National

পুলওয়ামায় গুলির লড়াই, নিকেশ ১ জঙ্গি, শহিদ ২ সেনা জওয়ান

Published by
News Desk

অনন্তনাগের পর এবার পুলওয়ামা। বৃহস্পতিবার রাতে জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই চলে জম্মুকাশ্মীর পুলিশ ও সেনা জওয়ানদের। পুলওয়ামার সাম্বুরা গ্রামে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান সেনাজওয়ানরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে প্রথম থেকেই গুলি চালাতে শুরু করে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। গুলির লড়াইয়ে বাবর নামে এক জঙ্গির মৃত্যু হয়। বাবর সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।

জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান। বাকি জঙ্গিরা অন্ধকারে গা ঢাকা দেয়। তাদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ঐ অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক পরিষেবা।

Share
Published by
News Desk