National

বড়সড় সাফল্য, লস্কর নেতাকে খতম করল নিরাপত্তা বাহিনী

Published by
News Desk

নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনার মূলচক্রী লস্কর-ই-তৈবার নেতা আবু ইসমাইলের। এদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন তার মৃত্যু হয় বলে দাবি করেছে জম্মু কাশ্মীর পুলিশ। শ্রীনগরের নওগামের আরিগাম এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ শুরু হয়। সেই গুলির‌যুদ্ধেই মৃত্যু হয় এই জঙ্গি নেতার।

আবু ইসমাইল কাশ্মীরে লস্কর জঙ্গি নেতা হিসাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। পাশাপাশি আবু ইসমাইলকে খতম করা একটা বড় সাফল্য হিসাবেই দেখছে তারা।

Share
Published by
News Desk