National

লাদাখে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা

Published by
News Desk

গত মঙ্গলবার সকালে যখন গোটা দেশ ৭১ তম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত ঠিক তখনই ভারতীয় সময় সকাল ৭টা নাগাদ আচমকা লাদাখে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। খবরের প্রকাশ, সেই চেষ্টা রুখে দেন ভারতীয় জওয়ানরা। এর ঠিক ২ ঘণ্টা পর ফের একই চেষ্টা করে পিপলস লিবারেশন আর্মির সেনা। কিন্তু সেই চেষ্টাও একইভাবে রুখে দেয় ভারত।

প্যাংগং-এর ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ দিয়ে ২ বার চেষ্টা করেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় চিনা সেনা ভারতীয় জওয়ানদের দিকে রাগে পাথর বর্ষণ শুরু করে। পাল্টা ভারতীয় জওয়ানরাও তাদের দিকে পাথর ছোঁড়েন। দুপক্ষে কিঞ্চিত ধস্তাধস্তি হয় বলেও খবর। এতে চিন ও ভারত, দুদেশেরই সেনারা কিছুটা চোট পান। অবশেষে প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয় চিনা সেনা। বুধবার বিষয়টি নিয়ে আলোচনা করতে সীমান্তে ফ্ল্যাগ মিটিং-এর ডাক দিয়েছে ভারত। বেজিং অবশ্য এই ঘটনা সম্বন্ধে অবগত নয় বলেই জানিয়েছে।

Share
Published by
News Desk