National

৩ লস্কর জঙ্গিকে খতম করে বড়সড় সাফল্য সোপোরে

Published by
News Desk

জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল সেনা ও পুলিশ। ৩ লস্কর জঙ্গিকে খতম করতে সমর্থ হয়েছে তারা। উত্তর কাশ্মীরের সোপোরের অমরগড় এলাকায় কয়েকজন লস্কর জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে খবর পায় পুলিশ। তারপরই ভোরের দিকে পুলিশের টহলদারি ভ্যান ওই এলাকায় খোঁজ শুরু করে। তখনই আচমকা তাদের ওপর গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই।

বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ৩ লস্কর জঙ্গিকেই নিকেশ করতে সমর্থ হয় যৌথ বাহিনী। অন্যদিকে জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। জঙ্গিদের ডেরা থেকে ৩টি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share
Published by
News Desk