National

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, হত ২ লস্কর জঙ্গি

Published by
News Desk

সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ নেতা বশির লস্করি সহ ২ লস্কর জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। শনিবার সকালে অনন্তনাগের বাটপোরা গ্রামে লুকিয়ে থাকা ৪ জঙ্গির সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনার। গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ। সেনা সূত্রের খবর, এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক মহিলার। পরে ২ জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হয় সেনা। তবে স্থানীয় মানুষ সেনাকে লক্ষ্য করে পাথরবর্ষণ করায় জঙ্গি নিধনের অপারেশন চালাতে কিছুটা বেগ পেতে হয় সেনাকে। ঘটনার পরও এলাকায় উত্তেজনা রয়েছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইকে কেন্দ্র করে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যানচলাচল। মোবাইল সংযোগও কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

 

Share
Published by
News Desk