National

ডিপিএস স্কুলে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল সেনা

Published by
News Desk

শ্রীনগরের পান্থচক এলাকায় গত শনিবার বিকেলে এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরকে গুলি কর হত্যা করে দুই জঙ্গি। জঙ্গিদের গুলিতে আহত হন শহিদের গাড়ির চালকও। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে জঙ্গিদের খোঁজে খানাতল্লাশি শুরু হয়। অবশেষে রাতে তাদের খোঁজ মেলে পান্থচকের দিল্লি পাবলিক স্কুলের ভিতরে। সেখানেই লুকিয়ে ছিল দুই জঙ্গি। মধ্যরাতেই গোটা স্কুল ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। রাত পৌনে চারটে থেকে শুরু হয় গুলির লড়াই। সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলতে থাকে এদিন বেলা পর্যন্ত। গুলির লড়াইয়ে একজন ক্যাপ্টেন স্তরের আধিকারিক সহ ৩ সেনা আহত হন।

অন্যদিকে দুপুরের দিকে বন্ধ হয় গুলির লড়াই। স্কুলের ভিতরে জঙ্গিদের অবস্থান জানতে ড্রোন ব্যবহার করে সেনা। তারপর ধীরে ধীরে স্কুলে ঢুকে একটি ঘর থেকে উদ্ধার হয় ২ জঙ্গির মৃতদেহ। তারপরও গোটা স্কুল তন্নতন্ন করে তল্লাশির পর এই অপারেশন শেষ করে সেনা।

Share
Published by
News Desk