National

৩ জঙ্গিকে মারতেই সুরক্ষা বাহিনীর দিকে পাথর বর্ষণ, সংঘর্ষে মৃত ১

Published by
News Desk

বুধবার সন্ধে থেকে পুলওয়ামায় সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়। যা চলে প্রায় ৬ ঘণ্টা। গোপন সূত্রে খবর পেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার বাড়িটি ঘিরে ফেলে সেনা। সেখানেই স্থানীয় ৩ যুবক লুকিয়ে ছিল। ‌সেনা ঘিরতেই ৩ লস্কর জঙ্গি সেনাকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। ৬ ঘণ্টার লড়াইয়ের পর ৩ জঙ্গি মাজিদ, ইরশাদ ও শারিকের মৃত্যু হয়। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরই আচমকা শ্রীনগরের রাস্তায় ফের সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে ধেয়ে আসে পাথরবর্ষণকারীরা। শুরু হয় পাথর ছোঁড়া, সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়। ঘটনায় এক বিক্ষোভকারীর পেটে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এছাড়াও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হয়।

 

Share