National

রক্তাক্ত উপত্যকা, নৃশংসভাবে ৬ পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিরা

Published by
News Desk

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের আচাবল এলাকায় টহল দিচ্ছিল পুলিশ ভ্যানটি। জিপে ছিলেন সাব ইন্সপেক্টর ফিরোজ আহমেদ দার সহ ৫ পুলিশ কর্মী শারিক আহমেদ, শেরাজ আহমেদ, আসিফ আহমেদ, সবজার আহমেদ, তনবীর আহমেদ। কুলগাদ গ্রামের কাছে জিপটি আসতেই তার ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কর্মীদের কাবু করে ফেলে তারা। তারপর তাঁদের গুলিতে ঝাঁঝরা করে খুন করে চম্পট দেয়। সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলার দায় স্বীকার করেছে। এদিন সকাল থেকেই অশান্ত কাশ্মীর। কুলগামে সুরক্ষা বাহিনীকে লক্ষ করে পাথর বর্ষণ শুরু হয়। তাদের ওপর আক্রমণ ঠেকাতে গুলি চালায় সুরক্ষা বাহিনী। মৃত্যু হয় দুজনের। এদিকে দক্ষিণ কাশ্মীরের আরওয়ানি কুলগাম এলাকায় লস্কর জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই দীর্ঘক্ষণ স্থায়ী হয়। অবশেষে সুরক্ষা বাহিনীর গুলিতে মৃত্যু হয় ২ লস্কর জঙ্গির। মনে করা হচ্ছে ২ জনের মধ্যে ১ জন লস্কর কমান্ডার জুনেইদ মাট্টু রয়েছে।

 

Share
Published by
News Desk