
সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের ওপর হামেসাই হামলা চালায় পাক সেনা। তাতে জওয়ানদের পাশাপাশি অনেক সময়ে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষও প্রাণ হারান। এবার পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জবাব দিল ভারত। এদিন পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ শুরু করলে পাল্টা গুলি চালিয়ে ৫ পাক সেনাকে খতম করল ভারতীয় সেনা। ৬ পাক সেনা ভারতীয় সেনার গুলিতে গুরুতর জখম হয়েছে।
এদিন পুঞ্চ ও রাজৌরি এলাকায় সকালেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। পাক সেনার গুলিতে এক নিরীহ শ্রমিকের মৃত্যু হয়। ২ বিএসএফ জওয়ান আহত হন। তারপরই ভারত বুঝিয়ে দেয় সহ্যেরও একটা সীমা আছে। ভারতীয় সেনা যে সবকিছু সহ্য করে যাবে তা নয়। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। তাতেই ৫ পাক সেনার মৃত্যু হয়। এদিকে এদিন ভারতের তরফ থেকে হামলার সমালোচনা করে পাকিস্তান দাবি করেছে তাদের ২ আমজনতা ভারতের ছোঁড়া গুলিতে মারা গেছে। এ বিষয়ে কথা বলতে ইসলামাবাদে কর্মরত ভারতের হাইকমিশনারকে তলব করেছে তারা।













