National

ভারতীয় আকাশে পাক যুদ্ধবিমান?

Published by
News Desk

বুধবার সকালে সিয়াচেন হিমবাহের ওপর পাক দিয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান। তাও আবার ভারতীয় সীমারেখার মধ্যে ঢুকে। পাক সংবাদমাধ্যমে এদিন এই খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি ছড়ায়। তবে কী গত ৯ ও ১০ মে ভারতীয় সেনার পাক বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতে চাইছে পাকিস্তান? প্রশ্ন উঠতে শুরু করে। তবে ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, এমন কোনও ঘটনা ঘটেনি। ভারতীয় আকাশসীমায় কোনও পাক যুদ্ধবিমান এদিন ঘোরাফেরা করেনি। এভাবে অতর্কিতে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লে প্রয়োজনে যে কোনও যুদ্ধবিমান ধ্বংস করতে ভারতের ২ মিনিট সময় লাগবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞেরা। এদিকে এদিন সকালেই পাক বায়ুসেনা প্রধান সোহেল আমান দেশের সব ফরওয়ার্ড এয়ারবেসগুলিকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছে পাক মিডিয়া। এদিন স্কার্দু এয়ারবেসে নিজে যান সোহেল আমান। একটি মিরাজ যুদ্ধবিমান ওড়ান বলেও পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। প্রসঙ্গত সিয়াচেন হল বিশ্বের সবচেয়ে উঁচুতে থাকা যুদ্ধক্ষেত্র। হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহেই শেষ হয়েছে ভারত পাক লাইন অফ কন্ট্রোল।

 

Share
Published by
News Desk