National

হারিয়ে গেল সুখোই!

Published by
News Desk

ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১০টা। অসমের সোনিতপুর জেলার সালোনিবাড়িতে ভারতীয় বায়ুসেনার তেজপুর বিমানঘাঁটি থেকে নিয়মমাফিক উড়ানের জন্য সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়ে বসেন ২ পাইলট। বিমান আকাশে ডানা মেলে। আধঘণ্টা সবকিছু ঠিকঠাক ছিল। বায়ুসেনা সূত্রের খবর, বেলা ১১টা নাগাদ আচমকাই যুদ্ধবিমানটির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বিমানটি অসমের লখিমপুর জেলার নারায়ণপুর এলাকায় ছিল। আকাশে ওড়ার সময় অনেক সময়েই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিছুক্ষণের মধ্যে যোগাযোগ ফের স্থাপনও হয়ে যায়। তাই বায়ুসেনা একটি যুদ্ধবিমানের ১ ঘণ্টা খোঁজ না পেলে তারপরই নিখোঁজ ঘোষণা করে। ধারণা করে হচ্ছে সুখোইটি অরুণাচলের ওয়েস্ট কামেং জেলার কালাকটাঙ্গ এলাকার কোথাও রয়েছে। সুখোইটি ভেঙে পড়েছে কিনা সে বিষয়ে যদিও সেনার তরফে কোনও কিছু জানানো হয়নি। কেবল জানানো হয়েছে, বিমানটি নিখোঁজ। সুখোইটির খোঁজ শুরু হয়েছে।

 

Share
Published by
News Desk