National

নৌসেরায় পাক বাঙ্কার গুঁড়িয়ে দিল ভারত

Published by
News Desk

ভারতীয় সীমান্তে লাগাতার বোমাবর্ষণের পাল্টা জবাব দিল ভারত। পাল্টা হানায় নৌসেরা সেক্টরে পাকিস্তানের ৪ থেকে ৫টি বাঙ্কার গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারতীয় গোলাবর্ষণে পাক বাঙ্কার গুঁড়িয়ে যাওয়ার ভিডিও ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয়েছে। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে পরিস্কার কিভাবে পাক বাঙ্কারগুলি গুঁড়িয়ে দেয় ভারতের ছোঁড়া গোলা। ভারতীয় সেনার তরফে এই খবরের কথা জানিয়ে বলা হয়েছে, ভারতীয় সীমান্তে সেনাবাহিনীকে গুলি যুদ্ধে ব্যস্ত রেখে জঙ্গিদের ভারতে ঢোকার পথ করে দেয় পাক সেনা। এটা লাগাতার চলে আসছে। এখন বরফ গলে ভারতে ঢোকার রাস্তাগুলিও পরিস্কার। ফলে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। এই অবস্থায় পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত।

 

Share
Published by
News Desk