National

কাশ্মীরে আর্মি লেফটেনেন্টের গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার

Published by
News Desk

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে উদ্ধার হল এক সেনা আধিকারিকের গুলিবিদ্ধ দেহ। গুলিতে দেহটি ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। লেফটেনেন্ট পদমর্যাদার ওমর ফৈয়াজ পারি সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন। কর্মস্থলে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। কুলগামের বাসিন্দা ওমর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার রাতে সোপিয়ানে এসেছিলেন। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয় বলে মনে করছে সেনা। সেনার অনুমান ওমরকে অপহরণ করে জঙ্গিরা। তারপর তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেহ হারমেইন এলাকায় ফেলে দিয়ে যায় তারা। তাঁর মৃত্যুর পিছনে কারা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Share
Published by
News Desk