পুলগাঁওয়ের এই ডিপোই ভারতের সবচেয়ে বড় অস্ত্রাগার। বিভিন্ন ফ্যাক্টরিতে নানা রকম যুদ্ধাস্ত্র তৈরি হওয়ার পর সেগুলি প্রথমে এখানেই এনে জমা করা হয়। তারপর তা দেশের বিভিন্ন কোণায় প্রয়োজনমত ছড়িয়ে দেওয়া হয়। ফলে গোটা এলাকাই কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে থাকে। এখানে নিরাপত্তা এতটাই জোরদার যে বিনা অনুমতিতে মাছি গলার উপায় নেই। তেমন একটি অস্ত্রাগারে কিভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।