National

ফের সেনা কনভয়ে জঙ্গিদের গুলি, মৃত ৩ জওয়ান

Published by
News Desk

ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা। হামলায় ৩ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে  জম্মু কাশ্মীর ন্যাশনাল হাইওয়ের ওপর পাম্পোরে। এদিন বিকেলে পাম্পোরের কাদলাবাল এলাকা দিয়ে ফিরছিল সেনা কনভয়। ঠিক সেই সময়ে আচমকাই কনভয় লক্ষ করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে ৩ সেনা গুলিবিদ্ধ হন। পাল্টা গুলি চালায় সেনাও। কিন্তু এলাকা জনবহুল হওয়ায় আম জনতার সুরক্ষার কথা মাথায় রেখে বেশি গুলি চালানো সম্ভব হয়নি সেনার পক্ষে। ঘটনার পরই এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। জঙ্গিদের তন্নতন্ন করে খোঁজা হচ্ছে।

 

Share
Published by
News Desk