National

ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ, জবাব দিতে ফুঁসছে সেনা

Published by
News Desk

জম্মু কাশ্মীরের মাছিল সেক্টরে এদিন সকাল থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলছিল পাক সেনার অবাধ গুলিবর্ষণ। পাক সেনার ছোঁড়া গুলিতে প্রাণ হারান ভারতের ৩ জওয়ান। শুধু প্রাণে মারাই নয়, ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে, মৃতদের মধ্যে ১ ভারতীয় জওয়ানের দেহ বিকৃত করে দেয় পাক সেনা। বর্বরতার সঙ্গে তাঁর অঙ্গচ্ছেদ করা হয়।

পাক সেনার এই আচরণ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে দাবি করেছেন বিশেষজ্ঞেরা। এই ঘটনায় এখন রাগে ফুঁসছে ভারতীয় সেনা। তাঁদের ১ সহকর্মীর সঙ্গে এমন ব্যবহার তাঁরা মেনে নিতে কদাপি রাজি নন। বরং পাক সেনাকে পাল্টা জবাব দিতে মুখিয়ে আছেন তাঁরা।

Share
Published by
News Desk