National

ভারতীয় নৌসেনায় নতুন বিধ্বংসী অতিথি, স্বাগত জানালেন পারিক্কর

Published by
News Desk

জাতে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার ‌যুদ্ধজাহাজ। তৈরি হয়েছে মুম্বইয়ের মাজাগাঁও শিপবিল্ডার্সের কারখানায়। নাম আইএনএস চেন্নাই। সোমবার যার উদ্বোধন হল মুম্বইতে। জাহাজটিকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। অনুষ্ঠানে সেনা আধিকারিকরা জানান, আইএনএস চেন্নাই হল ভারতে তৈরি সর্ববৃহৎ ‌যুদ্ধজাহাজ। ‌যুদ্ধজাহাজটি ‌যেকোনও ক্ষেপণাস্ত্র হানা সামলাতে সক্ষম। এটিতে যে অস্ত্র ও সেন্সর বসানো হয়েছে, তা ইজরায়েল ও রাশিয়া থেকে আমদানি করা হয়েছে। ‌যুদ্ধজাহাজটি ২টি মাল্টি-রোল ‌সেনা হেলিকপ্টার বহনে সক্ষম।

৭ হাজার ৫০০ টন ওজনের আইএনএস চেন্নাই লম্বায় ১৬৪ মিটার। জলে সর্বাধিক গতি ৩০ নটস বা ৫৫ কিলোমিটার প্রতিঘণ্টা। ‌যুদ্ধজাহাজটিতে থাকছে সুপারসনিক ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ব্রহ্মস, দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বারাক-৮। এছাড়া জলের তলা থেকে আক্রমণ সামলাতে থাকছে সাবমেরিন বিধ্বংসী হুমসা-এনজি। এছাড়া থাকছে ভারী টর্পেডো লঞ্চার, রকেট লঞ্চার। এছাড়াও বহু অত্যাধুনিক সুবিধায় সাজিয়ে তোলা হয়েছে ভারতীয় নৌসেনার এই নতুন অতিথি।

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts