Categories: National

পাক সেনার কভার ফায়ার, ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করল জঙ্গিরা

Published by
News Desk

জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ফের ভারতে ঢুকে নিজেদের নৃশংসতার পরিচয় দিল পাক জঙ্গিরা। কুপওয়াড়া জেলার ম্যাকহিল সেক্টরে লুকিয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। সেখানে এক ভারতীয় জওয়ানকে হত্যাও করে তারা। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা। নিজেদের পাশবিক চরিত্রের পরিচয় দিতে ওই জওয়ানের মুণ্ড কেটে ধড় থেকে আলাদা করে দেয় জঙ্গিরা।

ভারতীয়ে সেনার তরফে দাবি করা হয়েছে ওই জঙ্গিদের মধ্যে ১ জনকে ভারতীয় সেনা গুলি করে হত্যা করেছে। কিন্তু পাক সেনার কভার ফায়ারের আড়ালে বাকিরা পাক অধিকৃত কাশ্মীরে ফিরে যেতে সক্ষম হয়। ভারতীয় জওয়ানের এভাবে মুণ্ডচ্ছেদের ঘটনার যোগ্য জবাব জঙ্গিদের দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Share
Published by
News Desk