Categories: National

বিএসএফের গুলিতে মৃত ৭ পাক সেনা

Published by
News Desk

পাকিস্তানের দিক থেকে লাগাতার মর্টার হানা ও গুলি চালনার প্রত্যুত্তর দিল ভারতীয় সেনা। শুক্রবার আন্তর্জাতিক সীমানার ওপার থেকে জম্মু কাশ্মীরের কাথুরা, সাম্বা সহ বেশ কিছু এলাকায় একটানা মর্টার ও গুলিবর্ষণ চলছিল। উত্তর দিতে পাল্টা গুলি চালায় বিএসএফ।

বিএসএফের দাবি, তাদের পাল্টা আক্রমণে পাকিস্তান সেনার ৭ রেঞ্জার প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে ৩ জন। অন্যদিকে ভারতেরও এক জওয়ান পাক গুলিতে আহত হয়েছেন। হিরানগর সেক্টরে ববিয়ায় একটি বিএসএফ পোস্ট লক্ষ করে বিনা প্ররোচনায় পাক সেনা গুলিবর্ষণ শুরু করে। তাতেই গুলিবিদ্ধ হন ভারতীয় জওয়ান গুরনাম সিং। তাঁর চিকিৎসা চলছে। এদিকে ভারতের দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে পাক সেনা। তাদের দাবি, পাক সেনার কোনও রেঞ্জার ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারায়নি।

Share
Published by
News Desk