Categories: National

কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ২

Published by
News Desk

শ্রীনগর-লেহ জাতীয় সড়কে দিনভর সুরক্ষা টহলের দায়িত্বে থাকা সীমা সুরক্ষা বলের ৩টি কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। শ্রীনগর থেকে কিছুটা দূরে জাকুরা এলাকায় আচমকাই হামলা চালায় তারা। সন্ধে ৭টা নাগাদ ডিউটি সেরে ক্যাম্পে ফেরার পথে গাড়িতে এমন আচমকা হামলায় পাল্টা প্রত্যুত্তরের সুযোগই পাননি জওয়ানরা।

জঙ্গিদের গুলিতে ২ জওয়ানের মৃত্যু হয়। আহত হন ৬ জওয়ান। পুলিশ সূত্রে খবর, গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা। তাদের খোঁজে গোটা এলাকা তন্নতন্ন করে তল্লাশি করে দেখছে সেনা।

Share
Published by
News Desk